ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়পুকুরিয়ায় ১১৪৭ শ্রমিককে যোগদানের দাবি

প্রকাশিত: ০১:৪৬, ৯ জুলাই ২০২০

বড়পুকুরিয়ায় ১১৪৭ শ্রমিককে যোগদানের দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি-জেএসএমই কর্মরত ১১৪৭ শ্রমিককে বেতন ভাতা প্রদানসহ স্ব স্ব কর্মস্থলে দ্রুত যোগদানের দাবিতে আল্টিমেটাম প্রদান করা হয়েছে। বুধবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনি গেটে বড়পুকরিয়া কয়লাখনি জাতীয় শ্রমিক লীগ ও বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের যৌথ আয়োজনে এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান, বড়পুকরিয়া কয়লাখনি জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামী ১২ জুলাই পর্যন্ত আমরা আমাদের দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের কার্যক্রম লক্ষ্য করব।
×