ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা কারাগারে

প্রকাশিত: ০১:৪০, ৯ জুলাই ২০২০

পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ জুলাই ॥ নগরকান্দায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোঃ আসাদুজ্জামান (৪৮) নামে এক বিএনপি নেতাকে বুধবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান নগরকান্দা পৌরসভার নগরকান্দা মহল্লার বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন ছেলের বাবা। তিনি নগরকান্দা পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত গত ২৮ এপ্রিল নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর সালাম বাদী হয়ে পুলিশের ওপর অভিযোগে একটি মামলা দায়ের করেন। শিশু ধর্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ ধুনটের গ্রামে প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর এক শিশু (১১) শিক্ষার্থীকে ধর্ষণ করেছে দুই সহোদর। পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করে বুধবার বিকেলে জেলহাজতে পাঠিয়েছে। তার নাম নয়ন শেখ (১৬)। সে রুদ্রবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছোট ছেলে। আরেক ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, দরিদ্র পরিবারের শিশুর বাবা-মা ঢাকায় গার্মেন্টে চাকরি করে। শিশুটি তার দাদা-দাদির কাছে থাকে। মঙ্গলবার তার দাদা-দাদি মানবিক সহায়তা কার্যক্রমে নাম লেখানোর জন্য চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদে যান। এ সময় পাশের বাড়ির দুই ভাই শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে। ঘটনাটি থানায় জানানোর পর মামলা দায়ের হলে পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করে। নৌবাহিনীর ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, ৮ জুলাই ॥ মহামারী করোনার সময়ে কুতুবদিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার প্রায় দু’শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি সপ্তাহে ওসব নিস্ব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন এলাকায় অপারেশন কাজে নিয়োজিত নৌবাহিনী। বড়ঘোপ ফাজিল মাদ্রাসা ও ধূরুং হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে বুধবার ওসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, নৌবাহিনীর কন্টিজেন্ট লেপ্টেনেন্ট কমান্ডার এম. ইরফান আহমেদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. হাছান কুতুবী, অর্থ সম্পাদক এম.এ.মান্নান, নির্বাহী সদস্য ইফতেখার শাহজীদ রোকন, ও আবুল কাশেমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
×