ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বিপুল নকল ওষুধ জব্দ

প্রকাশিত: ০১:৩৯, ৯ জুলাই ২০২০

বাগেরহাটে বিপুল নকল ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ গবাদিপশুর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল ওষুধ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে রাখার অপরাধে গোবিন্দ চক্রবর্ত্তী নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সঙ্গে সঙ্গে বাগেরহাট শহরের দশানীর সাবেক কচুয়া পট্টিতে অবস্থিত দুই রুমের নকল ওষুধ তৈরির কারখানাটি সিলগালা করা হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ আদেশ দেন। এ সময় বাগেরহাট ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপারভাইজার এমডি মেহেদী আফজাল পল্লব উপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত গোবিন্দ চক্রবর্ত্তী বাগেরহাট শহরের সুরেশ চক্রবর্ত্তীর ছেলে এবং টিএস এ্যাগ্রোভেট নামক গবাদিপশুর ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, টিএস এ্যাগ্রোভেট নাম দিয়ে কতিপয় লোক গবাদিপশুর জন্য নকল ওষুধ তৈরি করছিলেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এমন খবর পাই। সরেজমিনে বিষয়টির সত্যতা পাই। গোবিন্দ চক্রবর্ত্তী এখানে যে ব্যবসা পরিচালনা করছেন তার কোন লাইসেন্স নেই। দুই কক্ষের ওই প্রতিষ্ঠানের সামনে কোন সাইনবোর্ডও দেয়া ছিল না। তিনি তার ব্যবসার বিষয়ে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮(১২) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার প্রতিষ্ঠানে পাওয়া ১৩ ধরনের বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে।
×