ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশুদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০১:৩৬, ৯ জুলাই ২০২০

শিশুদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ৮ জুলাই ॥ দিনাজপুরের পার্বতীপুরস্থ খোলাহাটি ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৩৬ ত্রাণসামগ্রী নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে। ৩৬ বীর এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আরিফুল ইসলাম হিমেল পিএসসির সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কর্মসূচী বাস্তবায়িত হয়। বুধবার সকালে স্থানীয় আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ে ৮০ প্রতিবন্ধী পরিবারের মাঝে মৌসুমি ফলসহ চাল, ডাল, তেল, লবণ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও শুধীজনের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে মেজর আরিফ বলেন, করোনার বিরাজমান পরিস্থিতিতে যখন মানুষ বারবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ব্যর্থ ও ক্লান্ত ঠিক সেই মুহূর্তে প্রতিবারের মতো আবারও তাদের পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী। বাল্যবিয়ের দায়ে বর শ্রীঘরে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ জুলাই ॥ ধামইরহাটে বাল্যবিয়ে করতে এসে বর গেল শ্রীঘরে। উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত কাজীপুর গ্রামের মাহবুব আলমের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী পতœীতলা উপজেলার পাটিআমলাই এলাকার সামসুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৩) বিয়ে করতে আসে মঙ্গলবার সন্ধ্যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় জাহিদ হাসানকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ের অভিযোগে জাহিদ হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
×