ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ভুতুড়ে বিদ্যুত বিলের প্রতিবাদ

প্রকাশিত: ০১:৩৫, ৯ জুলাই ২০২০

সৈয়দপুরে ভুতুড়ে বিদ্যুত বিলের প্রতিবাদ

সংবাদদাতা, সৈয়দপুর, ৮ জুলাই ॥ করোনাকালে অতিরিক্ত বিদ্যুত বিল সমন্বয়, ঘনঘন লোডশেডিং এবং স্বাস্থ্যখাতের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর শাখা। বুধবার দুপুর ১২টায় সৈয়দপুর শহরের প্রেসক্লাব ও বঙ্গবন্ধু চত্বরে দুই ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সভা চলাকালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, করোনার দুই মাসে সৈয়দপুর বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের কর্মচারীরা মিটার রিডিং ছাড়াই মার্চ ও এপ্রিল মাসের বিল একত্রে প্রদান করে। তা পরিশোধের শেষ সময়ে এসব বিলের কাগজ গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। এছাড়া রয়েছে অব্যাহত লোডশেডিং। এতে প্রায় পঞ্চাশ হাজার গ্রাহককে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কমরেড রুহুল আলম বলেন, এই ভুতুড়ে বিদ্যুত বিলের শিকার আমি নিজে। বর্তমান পরিস্থিতিতে তাই জুন পর্যন্ত বিল আদায় না করাসহ বিদ্যমান ভুতুড়ে বিল বাতিলের দাবি জানান তিনি। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, বিদ্যুতের মতো দুর্নীতির বেড়াজালে বন্দী হয়েছে দেশের স্বাস্থ্যখাত। অনেক রাঘব বোয়াল এর সঙ্গে জড়িত। তাই পুরা স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো দাবি জানানো হয় এ মানববন্ধনে। দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেয়া হয় এ কর্মসূচী থেকে। বিদ্যুত প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দপুর বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোঃ তানজিমুল হক বলেন, সৈয়দপুরে কোন লোডশেডিং নেই। আর অতিরিক্ত বিদ্যুত বিল হলে সমাধান দেয়া হবে।
×