ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকৌশলী লাঞ্ছিত ॥ ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০১:৩৫, ৯ জুলাই ২০২০

প্রকৌশলী লাঞ্ছিত ॥ ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ জুলাই ॥ কুমিল্লায় আহসান আলী নামে এক উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে বাধা দেয়াসহ ওই প্রকৌশলীকে হুমকি ধামকি দেয়ার প্রতিবাদে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে অপসারণসহ হামলাকারী সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রকৌশলী মনজুর মোর্শেদের সঞ্চালনায় আইইবি’র সর্বশেষ ৬৯৯তম কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। বুধবার আইইবি’র প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার সময় ঠিকাদারের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তাও উপস্থিত ছিল। এ ঘটনায় প্রকৌশলী আহসান আলী থানায় মামলা করতে গেলে উপজেলা চেয়ারম্যান বাধা দেন ফলে থানা প্রথমে মামলা নিতে গড়িমসি করে পরে থানা মামলা নিতে বাধ্য হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মামলা দায়েরের পর থেকে প্রকৌশলী আহসান আলীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও তার পোষা বাহিনী। এর আগেও এ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক ইউএনও মাহাবুবুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ তোলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এছাড়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দাউদকান্দির উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগ এনে তাকে অপসারণসহ সারাদেশে প্রকৌশলীদের জন্য নিরাপদ কর্মক্ষেএ গড়ে তোলার ও দাবি জানানো হয়। এ সভায় অংশগ্রহণ করেন এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ সহ উর্ধতন কর্মকর্তারা। সরাইলে সংঘর্ষে আহত ২৫, আটক ১২ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ এ ঘটনায় ১০ জনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে সকালে স্থানীয় ইউপি সদস্য মিজান মিয়া মেম্বার এবং অলি মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। এর আগে মঙ্গলবার রাতেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
×