ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বেহাল সড়ক ॥ ৮ গ্রামের মানুষ দুর্ভোগে

প্রকাশিত: ০১:৩৩, ৯ জুলাই ২০২০

বাগেরহাটে বেহাল সড়ক ॥ ৮ গ্রামের মানুষ দুর্ভোগে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রাস্তা হবে মানুষের চলাচলের সহায়ক কিন্তু সেই রাস্তা যদি হয় খাল, তাহলে কি তাকে রাস্তা বলতে পারি? কথাগুলো বলছিলেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা হরিপদ ম-ল। দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের একমাত্র সড়কটির বেহাল অবস্থায় পরে থাকলেও বিষয়টি যেন কারও নজরেই আসছে না বলে আক্ষেপ করেন। হরিপদ ম-লের কথা শুনে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন এবং যাত্রাপুর ইউনিয়নের মূল সংযোগ সড়ক এটি। যা বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কখনও কখনও দূর থেকে এটিকে দেখলে মনে হয় নদী বা খাল। বারুইপাড়া ইউনিয়নের ‘বাগদিয়া’ গ্রাামের প্রধান সড়ক এটি। যাত্রাপুর বাজার থেকে ৮/১০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এ সড়কটি। বিগত কয়েক বছর এই সড়কটির তেমন কোন সংস্কারের কাজ হয়নি বলে জানান এলাকার একাধিক ব্যক্তি। গত অর্থবছরে ভৈরব নদীটি খনন করার জন্য নদীর মাঝে বাঁধ তৈরি করাতে বৃষ্টির পানি সরবরাহের উপযুক্ত ব্যবস্থা না থাকায় এই সড়কসহ আশপাশের গ্রামের বেশ কিছু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং রাস্তার বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পানিতে ডুবে থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ অবস্থায় অর্ধশতাধিক খানাখন্দে ভরা এ সড়কটি এখন জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের বাসিন্দা ইমতিয়াজ উদ্দীন বলেন, ‘বর্ষা মৌসুমে এ সড়কটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার মাঝে থাকা গর্তগুলো পানিতে ডুবে থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।’ একই গ্রামের সোহাগ হাওলাদার বলেন, এ রাস্তাটি এখন আমাদের গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য দাবি জানাচ্ছি। এ বিষয়ে বারুইপাড়া ইউপি চেয়ারম্যান মোড়ল ছরোয়ার হোসেন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য একাধিক বার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি শীঘ্র দুর্ভোগের লাঘব হবে।
×