ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪ দফা দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ২০:৪১, ৮ জুলাই ২০২০

৪ দফা দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোটার, দিনাজপুর ॥ ৪ দফা দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনের সড়ক এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীসহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ৯১ জন কর্মচারীর চাকুরীর যোগদানের সময় থেকে কর্মকাল গননা করতে হবে। এছাড়া পদোন্নতিযোগ্য সকল কর্মচারীর পদোন্নতি প্রদান করতে হবে। তিন বছরের অধিক সময় ডেপুটেশনে কর্মরত কর্মকর্তার বদলী করতে হবে। চেয়ারম্যান কর্তৃক মহামান্য আদালতের সকল আদেশ বিধি সম্মতভাবে বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে দাবীগুলো বাস্তবায়নের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতি কর্মচারীরা আহ্বান জানান।
×