ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২০:৪০, ৮ জুলাই ২০২০

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা ও ভেন্ডাবাড়ি গ্রামে তিস্তা নদীর বন্যা ও ভাঙ্গনে বসতভিটা হারানো ৫০ পরিবারের মাঝে আজ বুধবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীর উদ্যোগে ও সৈয়দ শাকিল ওয়েল ফেয়ার ট্রাস্টের অর্থায়নে পরিবার প্রতি ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, আধা লিটার সোয়াবিন তেল ও একটি করে সাবান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন , ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, সনাক সভাপতি তাহমিনুল হক, নীলফামারী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ আল হেদায়েতুল্লাহ সুজন, আলিফফর রহমান, আরিফুর রহমান, হায়দারুজ্জামান শুভ, শেখ দুলু কামাল প্রমুখ। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বলেন, সৈয়দ শাকিল ওয়েল ফেয়ার ট্রাস্ট মানব কল্যাণে দীর্ঘ দিন যাবত কাজ করছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ শাকিল জার্মান প্রবাসী। তিনি করোনা কালীন মুহূর্তেও বাংলাদেশে ৮ হাজার মানুষের মাঝে সহায়তা প্রদান করেন। সোলায়মান ট্রাস্ট্রের খাদ্য সামগ্রী বিতরণঃ- অপর দিকে জেলা সদরের বড়বাজার এলাকায় তিনশত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে সোলায়মান ট্রাস্টের পরিচালক ফাহিম সোলায়মান। এতে প্রতিবারকে ১৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ ও এক কেজি করে মসুর ডাল বিতরন করা হয়। এসময় সোলায়মান ট্রাস্টের সদস্য কামরুজ্জামান ও রবিউল ইসলাম অন্তরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
×