ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসহায় নিয়ামুলের পাশে বাহফে

প্রকাশিত: ২০:০০, ৮ জুলাই ২০২০

অসহায় নিয়ামুলের পাশে বাহফে

স্পোর্টস রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ইনজুরি আক্রান্ত উদীয়মান হকি খেলোয়াড় নিয়ামুল ইসলামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। অপারেশনসহ তার চিকিৎসার সব খরচ প্রদানে বাহফেকে নির্দেশ দিয়েছেন ফেডারেশনের সভাপতি ও এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত নিয়ামুল। তিনি জানান, সুস্থ হয়ে মাঠে ফেরার পর এবার নিজেকে সম্পূর্ণটা উজাড় করে দেবেন হকির জন্য। অসচ্ছল, অসহায় নিয়ামুলের মাঠে ফেরার আর্তনাদ। ইচ্ছেটা সুস্থ হয়ে নীল টার্ফ মাতানোর। অথচ লিগামেন্ট ছিঁড়ে যে স্বপ্নের এপিটাফ লেখা হচ্ছিলো ছোট্ট ঘরের জীর্ণ বিছানায়। হকি ফেডারেশন আয়োজিত দ্বিতীয় বিভাগ লিগ খেলতে গিয়ে ইনজুরি আক্রান্ত হন নিয়ামুল। বিষয়টি আমলে নিয়ে ফেডারেশনের সভাপতি ভার্চুয়াল সভায় বসেন সহ-সভাপতিদের সঙ্গে। পরে সেখান থেকে সিদ্ধান্ত নেয়া নিয়ামুলের চিকিৎসার সব খরচ বহন করবে বাহফে।
×