ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চরম আর্থিক সংকটে হকি খেলোয়াড়রা

প্রকাশিত: ১৯:৫৯, ৮ জুলাই ২০২০

চরম আর্থিক সংকটে হকি খেলোয়াড়রা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনার কঠিন সময়ে মাঠে খেলা না থাকায় অনিশ্চয়তার মাঝে দিন পার করছে হকি খেলোয়াড়রা। ফেডারেশন আর ক্লাবগুলোর কোন্দলে গত দুই বছর বন্ধ প্রিমিয়ার হকি। তাই চরম আর্থিক সংকটে পড়েছে খেলোয়াড়রা। শীঘ্রই লিগ শুরুর দাবি তাদের। এদিকে সরকারের সবুজ সংকেত পেলেই প্রিমিয়ার হকি মাঠে গড়াবে। এমনটাই জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। করোনার আতঙ্কে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। এমন কঠিন পরিস্থিতিতে মাঠে খেলা নেই দীর্ঘদিন। প্রিমিয়ার লিগ ফুটবল বাতিল। সেই সাথে ক্রিকেট লিগও স্থগিত। দেশের হকি অঙ্গনেও সুনশান নীরবতা। যদিও বছরখানেক হয়েছে হকির ক্ষমতায় নতুন কমিটি। কিন্তু দ্বিতীয় বিভাগ ও স্কুল হকি ছাড়া ঘরোয়া আর কোন খেলাই মাঠে গড়ায়নি। করোনার কঠিন পরিস্থিতির আগে আন্তর্জাতিক আসর নিয়ে ব্যস্ত থাকে হকির বর্তমান কমিটি। যেখানে ঘরোয়া আসর নিয়ে অনেকটাই অমনোযোগী ছিল ফেডারেশন কর্তারা। দেশের হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। এই লিগটি খেলোয়াড়দের আয়ের মূল উৎস। সর্বশেষ ২০১৮ সালের জুনে প্রিমিয়ার লিগ শেষ হলেও, আরেকটি আসর এখনও মাঠে গড়ায়নি। গত দুই বছর লিগ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন খেলোয়াড়রা। তাই পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব লিগ শুরুর দাবি নাইম-আশরাফুলদের।
×