ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিয়োগ চান ৩৯তম বিসিএসের ২৫৩ নন-ক্যাডার ডেন্টাল সার্জন

প্রকাশিত: ১৭:১৫, ৮ জুলাই ২০২০

নিয়োগ চান ৩৯তম বিসিএসের ২৫৩ নন-ক্যাডার ডেন্টাল সার্জন

অনলাইন রিপোর্টার ॥ জরুরিভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ৩৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ ও নিয়োগবঞ্চিত ২৫৩ নন-ক্যাডার ডেন্টাল সার্জন। ৩৯তম (বিশেষ) বিসিএস নন-ক্যাডার ডেন্টাল সার্জন ঐক্য পরিষদের আয়োজনে বুধবার (৮ জুলাই) বেলা পৌনে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মুজিব বর্ষে হাজার হাজার ডেন্টাল সার্জন কেন রয়ে যাবে পিছিয়ে, করোনা মহামারিতে দুই হাজার সহকারী সার্জন, ছয় হাজার নার্স, তিন হাজার টেকনোলজিস্ট নিয়োগ হলেও ডেন্টাল সার্জন নিয়োগ কেন নয়, স্বাধীনতার ৫০ বছর পরেও উপজেলায় মাত্র একজন ডেন্টাল সার্জন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন নিয়োগপ্রত্যাশীরা। মানববন্ধনে ৩৯তম (বিশেষ) বিসিএস নন-ক্যাডার ডেন্টাল সার্জন ঐক্য পরিষদের আহ্বায়ক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বঞ্চিত রয়ে গেছি। করোনা মহামারি মোকাবিলায় ২৫৩ জন নন-ক্যাডার ডেন্টাল সার্জনদের সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সদস্য সচিব ডা. মো. বদরুদ্দোজার পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডা. সিদরাতুল মুনতাহা, ডা. মো. সাইফ ও ডা. কাওনাইন প্রমুখ।
×