ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৈশ্বিক মহামারী করোনার প্রভাব পড়েছে ডিম ও হাঁস উৎপাদনে

প্রকাশিত: ১৫:৩৪, ৮ জুলাই ২০২০

বৈশ্বিক মহামারী করোনার প্রভাব পড়েছে ডিম ও হাঁস উৎপাদনে

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ ১২৬টি হাঁস নিয়ে যাত্রা শুরু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের জাকির হোসেনের। এখন তিনি ‘জাকির এন্ড ব্রাদার্স মিক্সড এগ্রো ফার্ম-হ্যাচারী নামে গড়ে তুলেছেন বিশাল প্রতিষ্ঠান। তার ফার্মে ৩০ হাজার হাঁস দৈনিক ১৮-২০ হাজার ডিম দেয়। আর হ্যাচারী থেকে মাসে ৫ লাখ হাঁসের বাচ্চা ফুটানো হয়। বৈশ্বিক মহামারী করোনার প্রভাব পড়েছে ফার্মটিতে। উৎপাদিত হাঁসের বাচ্চা বিক্রি করতে না পারায় এখানকার কয়েকশ শ্রমিক বেকার হয়ে পড়েছে। তবে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় আবার তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, জাকিরের ফার্মে মাসে ৪ লাখের উপরে হাঁসের বাচ্চা তৈরী হয়। তার প্রায় ৪০০ সাইকেল চেপে ডিম-বাচ্চা বিক্রেতা আছে। তারা শুধু চুয়াডাঙ্গায় নই আশেপাশের জেলায় এই হাঁসের ডিম-বাচ্চা সরবরাহ করে। তবে বৈশ্বিক মহামারীর কারনে তার খামারটি লোকসাসের মুখে পড়েছে। সে যাতে ঘুরে দাড়াতে পারে সেইজন্য তাকে শতকরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
×