ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধার দারিয়াপুরে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

প্রকাশিত: ১৪:৩৬, ৮ জুলাই ২০২০

গাইবান্ধার দারিয়াপুরে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে জমজমাট কোরবানির পশুর হাট বসেছে। হাটে কোরবানির পশু আমদানি বেশী হলেও ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত কম থাকায় বেচাকেনা কম হচ্ছে। ক্রেতার সংখ্যা কম থাকায় বাজারে আসা কোরবানির গরুগুলোর দাম অনেক কম হওয়ায় খামারীরা এবং ব্যক্তি পর্যায়ে বিক্রেতারা এখনই গরু বিক্রি করতে আগ্রহী হচ্ছে না। ফলে অধিকাংশ গরু আবার পরবর্তী হাটে তোলার জন্য ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে এই গরুর হাটকে কেন্দ্র করে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে আশেপাশের গ্রামবাসি ও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছড়িতে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, সদর উপজেলার দারিয়াপুরের পশুর হাট সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার বসে। হাটের দিন দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে ট্রাক ভর্তি হয়ে হাটে বেচাকেনার জন্য পশু নিয়ে আসা হয় এবং ক্রয় করে তা বিভিন্ন স্থানে গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেইসাথে পাইকার, খামারিসহ বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক সমাগম ঘটে। বেলা যত বাড়তে থাকে পশুর হাটে মানুষের ভীড় ততই বাড়তে থাকে। অথচ হাটে পশু কেনাবেচার ক্ষেত্রে কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
×