ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরেই হাজার ছাড়াল করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৪:৩৫, ৮ জুলাই ২০২০

রাজশাহী নগরেই হাজার ছাড়াল করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক, চারজন নার্স এবং ১০ পুলিশসহ আরও ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে রাজশাহী নগরীর রয়েছে ৬০ জন। এ নিয়ে রাজশাহী নগরের আক্রান্ত বেড়ে হাজার ছাড়াল। এখন রাজশাহী নগরীতেই আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩ জন। মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর রাতে এ তথ্য প্রকাশ করা হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১৮১ নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৩৯ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে রাজশাহী নগরে বসবাস করে ৩৬ জন। রাজশাহী নগরীর ৩৬ জনের মধ্যে একজন চিকিৎসক, চারজন নার্স এবং ১০ পুলিশ রয়েছেন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীম নগরীর ২৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে নতুন ৬০ জন শনাক্ত নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৩৮ জন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১০২৩ জন। এছাড়া জেলার বাঘা উপজেলায় ২৩, চারঘাটে ৩১, পুঠিয়ায় ১৯, দুর্গাপুরে ১৭, বাগমারায় ৩৮, মোহনপুরে ৪৭, তানোরে ৪৫, পবায় ৮৩ এবং গোদাগাড়ীতে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়।
×