ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় নদীতে ড্রেজার বসাতে গিয়ে শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ১৪:৩৪, ৮ জুলাই ২০২০

নেত্রকোনায় নদীতে ড্রেজার বসাতে গিয়ে শ্রমিক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালু তোলার জন্য খনন যন্ত্র (ড্রেজার) স্থাপন করতে গিয়ে পানিতে ডুবে আবু বকর (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি নিখোঁজ হন। আজ বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ আবু বকর ওই উপজেলার কেরনখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে। জানা গেছে, বালু শ্রমিক আবু বকর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুর্গাপুর সদরের তেরিবাজার ঘাট এলাকায় ড্রেজারের পাইপ লাগাতে নদীতে নামেন। এরপর তিনি তলিয়ে যান। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের কর্মীরা প্রথমে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তার কোনো সন্ধান পায়নি। বুধবার ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরাও উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার দুপুর পর্যন্ত শ্রমিকের সন্ধান মেলেনি। স্থানীয়রা জানান, দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে ইজারাদাররা নিয়ম-নীতির তোয়ক্কা না করেই অবৈধভাবে শত শত ড্রেজার স্থাপন করে বালু তুলে আসছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও তেমন নজরদারি নেই। অপরিকল্পিতভাবে বালু তোলায় একদিকে যেমন নদীপাড়ের ঘরবাড়ি হুমকির মুখে পড়ছেÑ অন্যদিকে গত কিছুদিনে চোরাবালিতে আটকা পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
×