ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ১৩:০৬, ৮ জুলাই ২০২০

পাবনায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি একাধিত মামলার পলাতক আসামি ও চাঁদাবাজ সন্ত্রাসী। নিহত যুবকের নাম তানজিব। মঙ্গলবার দিবগত রাত আড়াইটায় সদর থানার চর শিবরামপুর বেড়িবাধেঁর বটতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রামচন্দ্রপুর বাবু শেখের ছেলে তানজিবকে মঙ্গলবার রাতে লাইব্রেরী বাজার থেকে আটক করা হয়। তাকে নিয়ে চর শিবরামপুর বটতলার মোড় পৌঁছামাত্র তার সহযোগী অবৈধ অস্ত্রধারী পুলিশের নিকট হতে ছিনিয়ে নেয়ার জন্য গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি বর্ষণ শুরু করে। গোলাগুলির একপর্যায়ে তানজিব কৌশলে পালিয়ে যায়। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে প্রায় ১০/১২ মিনিট গুলি বিনিময় হয়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ২৫/৩০ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে ৩৩ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। একপর্যায়ে সন্ত্রসীরা গুলি করতে করতে রাতের অন্ধকারে বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে তানজিবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি রিভলভার, ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত হয়েছে। পাবনা থানায় মামলা হয়েছে।
×