ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভাতিজাকে হত্যা ॥ বন্দুকযুদ্ধে নিহত চাচা

প্রকাশিত: ১০:৩৩, ৮ জুলাই ২০২০

চট্টগ্রামে ভাতিজাকে হত্যা ॥ বন্দুকযুদ্ধে নিহত চাচা

অনলাইন ডেস্ক ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন রাজু নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, একটি অব্যবহৃত কার্তুজ, কার্তুজের ৪টি খোসা, একটি ছোরা ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পশ্চিম ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় জসিমের সঙ্গে তার ভাবি নিলু আক্তারের ঝগড়া হয়। তর্কাতর্কির এক পর্যায়ে জসিম তিন বছর বয়সী ভাতিজাকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিলু থানায় হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এক পর্যায়ে জানা যায় আসামি পশ্চিম ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিমসহ তার সহযোগীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জসিমের সহযোগিরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, একটি অব্যবহৃত কার্তুজ, কার্তুজের ৪টি খোসা, একটি ছোরা ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জসিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী। তার নামে হত্যাসহ ১৩টির অধিক মামলা রয়েছে।
×