ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবীর মিত্রের করোনা জয়

প্রকাশিত: ২৩:৫৬, ৮ জুলাই ২০২০

প্রবীর মিত্রের করোনা জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ চলচ্চিত্রের প্রবীণ অভিনয়শিল্পী প্রবীর মিত্র করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ২২ জুন তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর রাজধানীর হেলথ এ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসায় করোনাভাইরাসমুক্ত হয়ে তিনি সোমবার বাসায় ফিরেছেন বলে জানান পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন। খবর বিডিনিউজের। অস্টিওপরোসিসসহ (হাড়ক্ষয়) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর ধরেই চার দেয়ালে বন্দী জীবন কাটছিল ৭৯ বছর বয়সী এ অভিনয়শিল্পীর। এর মধ্যেই মনোবল শক্ত রেখে তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন বলে জানিয়েছেন সোনিয়া। তিনি এখন সেগুনবাগিচার বাসায় বিশ্রামে রয়েছেন। বড় ছেলে মিঠুন মিত্র ও পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন দেখভাল করছেন এ অভিনেতার। কয়েক বছর আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গেই আর যোগাযোগ নেই তার। পত্রিকা পড়ে, টিভি দেখে সময় কাটে তার।
×