ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজিবির ১১৯ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল স্থগিত

প্রকাশিত: ২১:৫৭, ৮ জুলাই ২০২০

বিজিবির ১১৯ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির নামের সঙ্গে কিছুটা মিল থাকায় জেলখাটা খুলনার সালাম ঢালীকে গ্রেফতারের বৈধতা নিয়ে শুনানি হাইকোর্টের নিয়মিত (কোর্ট খোলার পর) বেঞ্চে অনুষ্ঠিত হবে। বিচারপতি জে বি এম হাসানের হাইকোটের ভাচ্যুয়াল বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। এদিকে রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালে রোগী মারা যাওয়ার পরেও টাকার জন্যে হাসপাতালের বেডের সঙ্গে মৃতের হাত বাঁধা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবিতে রিট আবেদন করা হয়েছে। রিটে মৃত রোগীর হাত বেঁধে রাখার বিষয়টি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। বিজিবির এক হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ আব্দুল কাইয়ূম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ। আইনজীবী আব্দুল কাইয়ূম জানান, গেজেট বাতিল আইনগত না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। আদালত পৃথক রিটের শুনানি নিয়ে ১১৯ জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন। বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেনসহ ৮৭ জন এবং টাঙ্গাইলের সদর উপজেলারে বেথবাড়ীর ফজলুল হকসহ ৩২ জন এ দুটি রিট করেন। গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সাল) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করা মুক্তিযোদ্ধাদের ১ হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। সালাম ঢালীর শুনানি নিয়মিত বেঞ্চে ॥ সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির নামের সঙ্গে কিছুটা মিল থাকায় জেলখাটা খুলনার সালাম ঢালীকে গ্রেফতারের বৈধতা নিয়ে শুনানি হাইকোর্টের নিয়মিত (কোর্ট খোলার পর) বেঞ্চে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকাভুক্ত ছিল। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী হিসেবে ছিলেন জেড আই খান পান্না, ইয়াদিয়া জামান ও শাহিনুজ্জামান। ইয়াদিয়া জামান বলেন, রিটটি মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকাভুক্ত ছিল। এরই মধ্যে সালাম ঢালী মুক্তি পেয়ে গেছেন। তাই আমরা বলেছি তাকে অবৈধভাবে গ্রেফতার, জেলখাটার বৈধতা নিয়ে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে রিটটি উপস্থাপন করব। এরপর আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন। হাসপাতালে মৃত রোগীর হাত বেঁধে রাখার তদন্ত চেয়ে রিট ॥ রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালে রোগী মারা যাওয়ার পরেও টাকার জন্য হাসপাতালের বেডের সঙ্গে মৃতের হাত বাঁধা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবিতে রিট আবেদন করা হয়েছে। মৃত রোগীর হাত বেঁধে রাখার বিষয়টি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে ভর্তি হওয়া রোগীকে (সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ মহিন উদ্দীন পারভেজকে) জোর করে আইসিইউতে মৃত্যুর অভিযোগে রোগীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার আর্জি জানানো হয়েছে রিটে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে মৃত রোগীর বড় ভাই জসিম উদ্দিন রুবেলের পক্ষে সুপ্রীমকোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন এই আবেদন করেন।
×