ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যাক্রান্ত ভোটকেন্দ্র সরিয়ে উঁচু স্থানে নেয়া হচ্ছে ॥ সব প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ২১:৫৪, ৮ জুলাই ২০২০

বন্যাক্রান্ত ভোটকেন্দ্র সরিয়ে উঁচু স্থানে নেয়া হচ্ছে ॥ সব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। যেসব এলাকা ও চরগ্রামের ভোটকেন্দ্রে বন্যার পানি ঢুকেছে, সেগুলো উঁচু স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ সারিয়াকান্দি সফর করে এই সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশন অফিসে জানিয়েছেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, শুধু ভোটগ্রহণপর্ব ছাড়া এই উপনির্বাচনের সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়ে আছে। ২৯ মার্চ ভোটগ্রহণের তারিখ ছিল। করোনার কারণে তা স্থগিত হয়। দ্বিতীয় দফায় ১৪ জুলাই ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ জানুয়ারি এই আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুর পর উপনির্বাচন হচ্ছে। এই আসনে মোট প্রার্থী ৬ জন। আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সংসদ সদস্যের সহধর্মিণী সাহাদারা মান্নান, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পার্টির অধ্যক্ষ মোকসেদুল আলম, পিডিপির মোঃ রনি, খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম ও স্বতন্ত্র ইয়াসির রহমতউল্লাহ। বিএনপি তাদের দলীয় ফোরামে করোনা ও বন্যা পরিস্থিতিতে এই উপনির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিএনপি প্রার্থী সরাসরি কিছু বলেননি। বাকি প্রার্থীগণ নির্বাচনে অংশ নেয়ার পক্ষে। তবে করোনা ও বন্যার মধ্যে কি করে ভোটাররা কেন্দ্রে যাবে এ নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, সব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ করা হবে। এজন্য ভোটারদের নিশ্চয়তা দিয়েছে তারা। এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৫৬৯। মোট ভোটকেন্দ্র ১২৩টি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ৯টিই চর এলাকা। ১৮টি দুর্গম চর। সোনাতলার দুটি ইউনিয়ন চরের মধ্যে। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১৮টি ভোটকেন্দ্রে বন্যার পানি আছে। এই ১৮ ভোটকেন্দ্র কোন উঁচু স্থানে সরিয়ে নেয়া হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড আভাস দিয়েছে মধ্য জুলাইয়ে সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় বড় বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের তথ্য অনুযায়ী ওই ১৮ ভোটকেন্দ্রের বাইরের ভোটকেন্দ্রে সাধারণত বন্যা আঘাত করে না। নির্বাচন নিয়ে যে উৎফুল্লতা আশা করা হয়েছিল তা এবার নেই। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীগণ। এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি, ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার কাজে অংশ নিয়েছেন।
×