ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচী শুরু

প্রকাশিত: ২১:৫১, ৮ জুলাই ২০২০

মুজিববর্ষ উপলক্ষে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম পিলখানার বিজিবি সদর দফতরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের মাঠে একটি বট গাছের চারা রোপণ করে ওই কর্মসূচীর উদ্বোধন করেন। বিজিবির মহাপরিচালক মোঃ সাফিনুল ইসলাম জানান, প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুস্থ জীবনযাপন ও কর্মপরিবেশ নিশ্চিত, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বায়ু ও অন্যান্য পরিবেশ দূষণরোধ, জলবায়ুর বিরূপ প্রভাবজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ জীববৈচিত্র্যের অস্তিত্ব রক্ষার্থে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। তিনি এই বাহিনীর সদর দফতরসহ, সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপির প্রতিটি খালি জায়গায় বিভিন্ন জাতের বৃক্ষরোপণ এবং পার্বত্য এলাকার ইউনিট/ বিওপি/ ক্যাম্পসমূহে ফলদ বৃক্ষের চারা রোপণ করার প্রত্যয় ব্যক্ত করে এ কর্মসূচী সফল করার জন্য বিজিবির সব সদস্যকে আহ্বান জানান। এছাড়া মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম অভিমত ব্যক্ত করেন যে, নব সৃজিত ইউনিটসমূহের বৃক্ষরোপণ পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে ইউনিটের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত না হয়।
×