ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভীতি কাটিয়ে স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে লেনদেন

প্রকাশিত: ২০:৫১, ৮ জুলাই ২০২০

ভীতি কাটিয়ে স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনার ভীতি কাটিয়ে স্বাভাবিক নিয়মে লেনদেনে ফিরছে শেয়ারবাজার। বুধবার থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচী অনুযায়ী লেনদেন হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সময় সূচী বহাল থাকবে। মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে। আর লেনদেন শেষ হবে দুপুর আড়াইটায়। এর মাধ্যমে আবার স্বাভাবিক লেনদেনে ফিরে গেল শেয়ারবাজার। মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে শেয়ারবাজারে ভয়াবহ ধস নামে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ থেকে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করা হয়।
×