ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রশংসায় পঞ্চমুখ সুফিল

প্রকাশিত: ২০:১৬, ৭ জুলাই ২০২০

প্রশংসায় পঞ্চমুখ সুফিল

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান জাতীয় দলের ফুটবলারদের মধ্যে মাঠে যিনি সবচেয়ে বেশি জোরে দৌড়ান।তিনি মাহবুবুর রহমান সুফিল। আগামী ১০ আগস্ট ২১ বছর পূর্ণ হবে তার। এই করোনাকালে সুফিল ব্যস্ত নিজ বাড়িতে ফিটনেস ঠিক রাখার কাজে। সামনেই আগস্টে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে। অক্টোবরে হবে ফিফা বাছাই ও এশিয়ান কাপের বাছাই। জাতীয় দলের কোচ জেমি ডে এবং তার কোচিং স্টাইল নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান সুফিল, গত দুই বছর যাবত জেমি ডের সঙ্গে আমরা কাজ করছি। তার কোচিং সত্যিই ফলপ্রসূ ছিল। আমরা তার কোচিংয়ে অনেক অনুপ্রাণিত ও উপকৃত। তার অধীনে অনুশীলন করাটা আমরা অনেক উপভোগ করি। প্র্যাকটিসে তিনি আমাদের কাছে কি চান বা আমরা তার কাছে কি চাই, সেটা তিনি ও আমরা খুব দ্রুত ও সহজেই বুঝতে পারি। মোট কথা, তার সঙ্গে বোঝাপড়া খুবই ভাল। শুধু জেমি নন, পুরো কোচিং ম্যানেজমেন্ট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সুঠামদেহী সুফিল, তাছাড়া পুরো কোচিং স্টাফের সঙ্গেও আমাদের সম্পর্ক ভাল ও বোঝাপড়া চমৎকার হওয়ায় আমরা দ্রুতই সমস্ত প্র্যাকটিসের ধরন বুঝে নিতে পারি। আমরা সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। সুফিল আরও যোগ করেন, এই মহামারীতে আমরা যখন লকডাউনে, তখনও আমরা খুব সহজেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোচের কাছ থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাচ্ছি। আমাদের অসুবিধাগুলো তাকে জানাতে পারছি এবং তিনি আমাদের সঙ্গে সেগুলো নিয়ে কাজও করছেন। সব সময়ই তিনি এভাবে আমাদের খোঁজ-খবর নিচ্ছেন। এজন্য তাকে ধন্যবাদ দিতেই হবে। বিদেশী কোচিং স্টাফদের ব্যাচের সঙ্গে দেশীয় যে কোচরা জাতীয় দলে সার্ভিস দিচ্ছেন, তাদের সুফিল মূল্যায়ন করেন এভাবে, বিদেশী কোচিং স্টাফদের সঙ্গে দেশীয় কোচেরাও আমাদের সার্বক্ষণিক পরামর্শক ও প্রদর্শক হিসেবে নিয়োজিত থাকেন। যেমন কায়সার ভাইয়ের কথা যদি বলি, জেমির সব কৌশল প্রায়োগিক ক্ষেত্রে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সব খেলোয়াড়দের সঙ্গে তাদের বন্ধুসুলভ আচরণ এবং মাঠের বাইরেও ব্যাক্তিগত সব সমস্যায় তাদের অভিভাবক স্বরূপ আমরা পাশে পাই। সবশেষে সুফিল বলেন, আশা করি আমরা সবাই দ্রুবই আবারও মাঠে ফিরে আসবো। সবাই আমাদের জন্য দোয়া চাইবেন।
×