ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় আমন বীজ সঙ্কট নিরসন দাবি

প্রকাশিত: ১৯:৩৬, ৭ জুলাই ২০২০

কলাপাড়ায় আমন বীজ সঙ্কট নিরসন দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ জুলাই ॥ আমন আবাদের বীজ ধানের সঙ্কট নিরসনের দাবিতে কলাপাড়ার কৃষকরা মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন করেছে। প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়ার পাখিমারা পানি জাদুঘর ও নদী সুরক্ষা কমিটি এ কর্মসূচীর আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপকূলীয় জনকল্যাণ সংঘ ও পানি জাদুঘর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন রাঢ়ী, নদী সুরক্ষা কমিটির নীলগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, পানি জাদুঘর ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক লাইলী বেগম, কৃষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান। এ সময় বক্তারা বলেন, গেল বছর ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় অধিকাংশ কৃষক বীজধান সংগ্রহ করতে পারেনি। এখন বীজতলা করতে পারছেন না। আর বিএডিসির বীজধান বাজারে নেই। যেন বীজ ধানের হাহাকার চলছে। বিভিন্ন কোম্পানির যেসব বীজধান রয়েছে তা এক-দেড় শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ওই বীজধানে কৃষকের আস্থা নেই। তাই জরুরী ভিত্তিতে যাতে করে ২৩, ৫২ ও ৪৯ জাতের ধানের বীজধান পেয়ে চাষাবাদ করতে পারেন মানবন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
×