ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় লেবু ও মাল্টা চাষে বিপ্লব

প্রকাশিত: ১৭:২৩, ৭ জুলাই ২০২০

ভালুকায় লেবু ও মাল্টা চাষে বিপ্লব

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ॥ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাদিগড় গ্রামে লেবু ও মাল্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন মাজহারুল ইসলাম শামীম ও তার বন্ধুরা । জানা যায়, মাজহারুল ইসলাম শামীম পেশায় একজন ওয়েব ইঞ্জিনিয়ার। ঢাকায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কয়েক বন্ধুদের নিয়ে নিজ গ্রাম ভালুকা উপজেলার কাদিগড়ে ২০১৮ সালে ৮ একর জমিতে মাল্টা ও লেবু চাষ শুরু করেন। বর্তমানে তাদের ১৫ একর জমিতে 'প্রয়াস এগ্রো','বারাকাহ এগ্রো', ও 'মেম্বার এগ্রো অ্যান্ড নার্সারী'নামে ৩টি মাল্টা ও লেবুর বাগান রয়েছে। ৮ একর জমিতে বারি -১ জাতের মাল্টা ও ৭ একর জমিতে সিডলেস জাতের লেবু চাষ করছেন। শামীম জানান ২০১৯ সালে ১৭০০ টি মাল্টা গাছ থেকে ২.৫ টন, ২০২০ সালে ২৫৫০টি মাল্টা গাছে থেকে ১৮-২০ টন মাল্টা উত্তোলন করেছেন। এছাড়া ২০১৯ সালে ৫৫০০ টি গাছের লেবু বিক্রি করেছেন ১০-১২ লাখ টাকা। ২০২০ সালে এ পর্যন্ত তারা ৯ হাজারটি গাছ থেকে ১৫-১৭ লাখ টাকার লেবু বিক্রি করেছেন। মাল্টা ও লেবু চাষের পাশাপাশি মাল্টা ও লেবুর চারা বিক্রি করে অনেক টাকা আয় করছেন। মাল্টা সেপ্টেম্বর মাসে স্থানীয় বাজার ও ঢাকায় বিক্রি করা হয় এছাড়া সিডলেস লেবু সারা বছর বিক্রি হয়। গাছে গাছে ঝুলছে থোকা থোকা সিডলেস লেবু ও বারি-১ জাতের মাল্টা। মাল্টা ও লেবুর বাগানে সাথি ফসল হিসাবে বিভিন্ন সব্জি চাষেও তাদের অনেক টাকা আয় করেছেন । এ অঞ্চলের মাটি মাল্টা ও লেবু চাষের জন্য বেশ উপযোগী। ইঞ্জিনিয়ার শামীম ও তার বন্ধুদের বাগান দেখে অনেকেই মাল্টা ও লেবু চাষে উৎসাহী হচ্ছেন। ইঞ্জিনিয়ার শামীম জানান বেকার যুব সমাজ ঘরে বসে না থেকে নিজের বাড়ির আঙ্গিনায় ছোট্ট পরিসরে এ জাতীয় বাগান করে সাবলম্বী হতে পারে ।
×