ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরের ভেদরগঞ্জের তারাবুনিয়ায় ১৩ দোকান নদীগর্ভে বিলীন

প্রকাশিত: ১৬:১৯, ৭ জুলাই ২০২০

শরীয়তপুরের ভেদরগঞ্জের তারাবুনিয়ায় ১৩ দোকান নদীগর্ভে বিলীন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ সোমবার দিবাগত গভীর রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন বাজারের ১৩টি দোকানঘর মালামালসহ পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। রাত আনুমানিক দেড়টায় হঠাৎ ভাঙ্গন শুরু হলে একের পর এক দোকানঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। দোকানমালিকরা নিজেরাই যে যার মতো করে মালামাল উদ্ধারের চেষ্টা করলেও ফায়ার সার্ভিস বা অন্য কোন সংস্থার লোকজনকে এগিয়ে আসতে দেখা যায়নি। এদিকে ভাঙ্গন আতংকে মঙ্গলবার এ বাজার থেকে আরো ২০টি দোকানঘর অন্যত্র সরিয়ে নিয়েছে দোকানমালিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে হঠাৎ করে দেখা দিয়েছে নদীতে তীব্র ভাঙ্গন। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুচ আলী সরকার বলেন, ভাঙ্গন আতংকে ইতোমধ্যে ঐ বাজারের ৩০টি দোকানঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভাঙ্গন এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহের মোবাইল ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন বলে তিনি জানান।
×