ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে করোনাকে জয় করে কাজে ফিরেছেন ডাক্তার পিকে সাহা

প্রকাশিত: ১৫:৫২, ৭ জুলাই ২০২০

বাউফলে করোনাকে জয় করে কাজে ফিরেছেন ডাক্তার পিকে সাহা

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ করোনাভাইরাসকে জয় করে কর্মস্থলে ফিরেছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাঃ প্রসান্ত কুমার সাহার করোনার উপসর্গ দেখা দিলে গত ৭ জুন নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১০ জুন রিপোর্ট পজিটিভ আসে। এরপর হোম আইসোলেশনে চলে যান তিনি। ১৪ দিন পর পুনরায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে নেগেটিভ আসে। আক্রান্ত হওয়ার ১ মাস পর পুরোপুরি সুস্থ হয়ে তিনি ৬ জুন ফের কর্মস্থলে যোগদান করেন। উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ পিকে সাহা চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখেন। আর ওই চিকিৎসা সেবা দিতে গিয়েইএক সময় নিজেই করোনা ভাইরসে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা’র কাছে করোনা জয়ের অভিজ্ঞাতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভয়কে সাহস দিয়ে জয় করতে হবে। কোবিড-১৯ পজিটিভ আসলেই ভেঙ্গে পড়া যাবে না। মনের ভিতর সাহস রাখতে হবে। আর ঔষধ সেবনের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলে করোনাকে জয় করা একবারেই সহজ সাধ্য ব্যাপার হয়ে যাবে।’
×