ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পদ্মায় নৌকাডুবি, চার শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ১৪:৫৬, ৭ জুলাই ২০২০

কুষ্টিয়ায় পদ্মায় নৌকাডুবি, চার শ্রমিক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নৌকায় ১৩ জনের মধ্যে নয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর চারজন তীব্র পানির তোড়ে ভেসে যায়। আজ মঙ্গলবার সকালে পাবনা জেলার সীমানা সংলগ্ন কুষ্টিয়ার চরসাদিপুরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে রাজশাহী ও খুলনার ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধার করেতে পারেনি। কুষ্টিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০ টারদিকে ইঞ্জিনচালিত একটি নৌকা ১৩ জন শ্রমিক পদ্মা নদী পাড়ি দিয়ে কুমারখালীর দিকে আসছিল। এসময় পদ্মার প্রবল ঢেউ ও পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও বাকি চার শ্রমিক পানির তোড়ে ভেসে যায়।
×