ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ৮৭১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:৩৮, ৭ জুলাই ২০২০

মাদারীপুরে ৮৭১ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের মধ্যে মাদারীপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন রয়েছেন। তবে তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২২, কালকিনি ৪, রাজৈরে ৫ এবং শিবচর উপজেলায় ৮ জন। এ নিয়ে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭১জনে। নতুন আরো ৫৪ জনসহ জেলায় সুস্থ হয়েছেন ৪৬৪জন। গত ৩ জুলাই শিবচরে আরো ১ জনসহ এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করলেন ১৩জন। এ পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হলো-সদর উপজেলায় ৩০৩, রাজৈরে ২৬৩, কালকিনিতে ১৫৬ এবং শিবচর উপজেলায় ১৩৭জন। গত ২৪ ঘন্টায় ১১৩টিসহ এ পর্যন্ত ৬হাজার ১৬৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৬হাজার ৫৩টির। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮৭১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৪ জন। ৩৯৪ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। জেলায় করোনা উপসর্গ নিয়ে ১২জন মারা গেলেও তাদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই। এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় যাদের নমুনা সংগ্রহ করেছিলো স্বাস্থ্য বিভাগ, তাদের ফলাফল এখনো জানা যায়নি। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, “আমি গত ১ জুলাই নমুনা দিয়েছিলাম। ৫ জুলাই রবিবার আমার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে আমি সুস্থবোধ করছি। বাসায় আছি দোয়া করবেন।”
×