ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় সদর উপজেলা হলুদ জোন, অন্য ৪ উপজেলা সবুজ জোন ঘোষণা

প্রকাশিত: ১২:৩০, ৭ জুলাই ২০২০

পঞ্চগড় সদর উপজেলা হলুদ জোন, অন্য ৪ উপজেলা সবুজ জোন ঘোষণা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে নতুন করে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৮ জনে। আক্রান্তের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার ৪ জন, বোদা উপজেলায় ২ জন, এবংদেবীগঞ্জ উপজেলায় ১ জন। এরমধ্যে ১৮ বিজিবি সদস্য ১ জন এবং পুলিশ সদস্য ১ জন আক্রান্তের তালিকায় রয়েছেন। এই প্রথম জেলায় ১ জন বিজিবি সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আজ মঙ্গলবার সকালে নতুন ৭ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তারা সকলেই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে তিনি জানান। আক্রান্তের মধ্যে ১২৬ জন সুস্থ হয়েছেন এবং ৩ জন মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে সবুজ জোন এবং সদর উপজেলাকে হলুদ জোন ঘোষণা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সস্ত্রিক পুলিশ কর্মকর্তা, নারী পুলিশ সদস্য, বিজিবি সদস্য, নার্স, স্বাস্থ্যকর্মী, পল্লী চিকিৎসক, ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সদর হাসপাতালের সমাজসেবা বিভাগের অফিস সহকারী, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর ও বেসরকারী ব্যাংকের পিওনও আক্রান্তের তালিকায় রয়েছেন। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জনকণ্ঠকে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরীত ২ হাজার ২শ‘ ৩২ টি নমূনার মধ্যে ২ হাজার ১শ‘ ৮৭টি নমূনার পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ৪৫ টি নমূনার ফলাফল পাওয়া যায়নি। .
×