ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেনি: ইরান

প্রকাশিত: ১০:২০, ৭ জুলাই ২০২০

দুর্ঘটনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেনি: ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাম্প্রতিক দুর্ঘটনার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তিনি আরো বলেছেন, ক্ষতিগ্রস্ত শেড পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার একটি শেডে আগুন লেগে যায়। যে শেডটিতে আগুন লেগে যায় সে সম্পর্কে কামালবান্দি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা পালন করার জন্য পুরো ধারনক্ষমতা অনুযায়ী নাতাঞ্জে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করা যাচ্ছিল না। তিনি বলেন, তারপরও দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত যত বেশি সম্ভব শেড নির্মাণের কাজ চলছিল। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান কামালবান্দি। তিনি বলেন, এ দুর্ঘটনার কারণে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ (ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র) নির্মাণের মধ্যম-মেয়াদি কাজের গতি কিছুটা কমে যেতে পারে; যদিও তরুণ বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করলে দ্রুত এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচ্য শেডটিতে থাকা যন্ত্রপাতির একাংশ ক্ষতিগ্রস্ত এবং একাংশ ধ্বংস হয়ে গেছে জানিয়ে কামালবান্দি বলেন, দুর্ঘটনার পর এই স্থাপনার শেডগুলো আরো বড় করে নির্মাণ এবং তাতে আরো আধুনিক যন্ত্রপাতি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কি কারণে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় আগুনে লেগে গেল সে সংক্রান্ত প্রশ্নের উত্তরে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেন, উপযুক্ত সময় এলে এ বিষয়ে জনগণকে অবহিত করা হবে।
×