ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান্দরবানে জনসংহতির সংস্কারপন্থি ছয়জনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১০:১৭, ৭ জুলাই ২০২০

বান্দরবানে জনসংহতির সংস্কারপন্থি ছয়জনকে গুলি করে হত্যা

অনলাইন রিপোর্টার ॥ বান্দরবানের বাঘমারায় ঘরে ঢুকে গুলি চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থি অংশের ছয়জনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার বাঘমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী জানান। যেখানে হামলা হয়েছে, সেটি জনসংহতি সমিতির সংস্কারপন্থি অংশের বান্দরবান জেলা কমিটির সভপতি রতন সেন তঞ্চঙ্গ্যার বাড়ি। তিনি নিজেও এ ঘটনায় নিহত হয়েছেন। ওই সংগঠনের সদস্য ওয়াই মং মারমা বলেন, তারা মোট নয়জন ছিলেন ওই বাড়িতে। সকালে সবার খাওয়ার জন্য ভাত রান্না করছিলেন তিনি। “এর মধ্যেই একদল লোক আসে এবং দুজন ঘরে ঢুকে গুলি শুরু করে। তারা চলে যাওয়ার পর দেখি বাড়ির তিন জায়গায় মোট ছয়জনের লাশ পড়ে আছে।” ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, এখানে জনসংহতি সমিতির দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে আমরা এসেছি। মোট ছয়জনের লাশ পেয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে ।
×