ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে কলেজছাত্র নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রকাশিত: ২২:৩৭, ৭ জুলাই ২০২০

যশোরে কলেজছাত্র নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুন্সী আনিচুর রহমানসহ তিন পুলিশ কর্তৃক কলেজছাত্র ইমরানকে নির্যাতনের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ একজনকে জেল খাটানোর ঘটনায় রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চগুলো এ আদেশ দিয়েছেন। এদিকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরী মামলা শুনানির জন্য আরও দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুন্সী আনিচুর রহমানসহ তিন পুলিশ কর্তৃক কলেজ ছাত্র ইমরানকে নির্যাতনের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্যাতনের শিকার ইমরানের ডোপ টেস্ট রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে। এছাড়া যশোরের জেলা ও দায়রা জজকে ‘যুগ্ম জেলা জজ’ পদমর্যাদার নিচে নয় এমন জুডিসিয়াল অফিসার দিয়ে উক্ত ঘটনার তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে আদালত ইমরানের ডোপ টেস্ট করে রিপোর্ট দাখিল করতে বলেছিল। আদালতের নির্দেশ মোতাবেক ডোপ টেস্টের রিপোর্ট দাখিলের পর আদালত এ আদেশ দিয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোঃ হুমায়ুন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাওছার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সোমেরন্দ্রনাথ বিশ্বাস। ভুল আসামি কারাগারে রিটের শুনানি বুধবার ॥ খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ একজনকে জেল খাটানোর ঘটনায় রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। হাইকোর্টে ভার্চুয়াল শুনানিতে আরও দুই বেঞ্চ ॥ করোনাভাইরাস পরিস্থিতিতে নিয়মিত আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরী মামলা শুনানির জন্য আরও দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
×