ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবরার হত্যা মামলা

কাজল চীফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর

প্রকাশিত: ২২:৩৬, ৭ জুলাই ২০২০

কাজল চীফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর

কোর্ট রিপোর্টার ॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন টিম গঠন করেছে আইন মন্ত্রণালয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন এই মামলাটি পরিচালনার জন্য তিন আইনজীবীকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে সহকারী সচিব আব্দুছ সালাম ম-ল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রসিকিউশন টিমে এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে চীফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও এ্যাডভোকেট মোঃ আবু আব্দুল্লাহ ভূঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা বিধি মোতাবেক সম্মানী ও ভাতা পাবেন। গতবছর ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কর্মীদের পিটুনিতে মারা যান আবরার। পরদিন তার বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষ করে ১৩ নবেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনের পরিদর্শক মোঃ ওয়াহিদুজ্জামান। তদন্ত চলাকালে ২৫ আসামির ২১ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
×