ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগী ফেরতের অভিযোগ তদন্তের নির্দেশ

প্রকাশিত: ২২:৩২, ৭ জুলাই ২০২০

হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগী ফেরতের অভিযোগ তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতালে আসা সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তদন্তর নির্দেশ দিয়েছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। স্বাস্ব্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের করোনার উপসর্গ থাকলে ৩৬/৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখতে বলা হয়েছে। অভিযোগ তদন্ত করতে দুদকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে মোবাইল অপারেটর গ্রামীণফোনের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিধিনিষেধ স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। এর ফলে গ্রামীণফোনকে দেয়া বিটিআরসির বিধিনিষেধসমূহ বলবৎ থাকছে। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। হাসপাতালে আসা সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। একইসঙ্গে বিনা চিকিৎসায় ফেরত পাঠানোর অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদফতরকে অনলাইনে অভিযোগ নেয়ার পদ্ধতি চালু করতে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আদালত ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে বলেছে। চিকিৎসা সংক্রান্ত ৫টি রিটের শুনানির সময় সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, এ্যাডভোকেট ইয়াদিয়া জামান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার এহসানুর রহমান। পরে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও এ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, আমরা হাসপাতালে আগত সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আদালতের কাছে দাখিল করেছি। আদালত এসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া হাইকোর্ট ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের কোভিড থাকলে ৩৬/৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে চিকিৎসা অব্যাহত রাখতে বলেছেন। একইসঙ্গে আদালত বেসরকারী হাসপাতালের আইসিইউতে অস্বাভাবিক বিল এলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করতে বলেছেন। এর আগে গত ১৫ জুন হাইকোর্ট ৫টি রিট আবেদনের ওপর শুনানি শেষে চিকিৎসা না দিয়ে সাধারণ রোগীদের ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালত আদেশে অবহেলায় মৃত্যু, আইসিইউ বণ্টন, বেসরকারী হাসপাতাল অধিগ্রহণ, অক্সিজেন সরবরাহ ও ঢাকা সিটি কর্পোরেশন এলাকা লকডাউন নিয়ে মোট ১১ দফা নির্দেশনা ও অভিমত দেন। এসব নির্দেশনা ও অভিমতের মধ্যে আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালত গত ১৬ জুন ৭টি নির্দেশনা স্থগিত করেন। বিটিআরসির বিধিনিষেধ স্থগিতে গ্রামীণের করা রিট তালিকা থেকে বাদ ॥ মোবাইল অপারেটর গ্রামীণফোনের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিধিনিষেধ স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। এর ফলে গ্রামীণফোনকে দেয়া বিটিআরসির বিধিনিষেধসমূহ বলবৎ থাকছে। গ্রামীণফোনের আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন। আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানিতে ছিলেন- ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন- ব্যারিস্টার রেজা-ই-রাকিব।
×