ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানে পারমাণবিক কেন্দ্রে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২১:০৯, ৭ জুলাই ২০২০

ইরানে পারমাণবিক কেন্দ্রে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের একটি প্রধান পারমাণবিক কেন্দ্রে অগ্নিকা-ে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। দেশটির জ্বালানি কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের সমৃদ্ধকরণ অংশে লাগা আগুনের কারণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি, কিন্তু এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। আগুনে ধ্বংস হওয়া যন্ত্রপাতির বদলে সেখানে আরও উন্নত যন্ত্রপাতি বসানো হবে বলেও জানিয়েছেন তিনি। আগুনে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের সেন্ট্রিফিউজ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার জন্য সম্ভাব্য সাইবার-অন্তর্ঘাতকে দায় দিয়েছেন কিছু ইরানী কর্মকর্তা। সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সেন্ট্রিফিউজের দরকার হয়। এই ইউরেনিয়াম রিএ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আবার পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা যায়। রবিবার ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভানদি জানান, নিরাপত্তা কর্মকর্তারা ‘নিরাপত্তাজনিত কারণে’ নাতাঞ্জের আগুন নিয়ে কথা বলছেন না। এই ঘটনায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি’ বলে জানিয়েছেন তিনি।- রয়টার্স
×