ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে করোনা আক্রান্ত ১২৮৬ জন সুস্থ

প্রকাশিত: ১৮:৩০, ৬ জুলাই ২০২০

কক্সবাজারে করোনা আক্রান্ত ১২৮৬ জন সুস্থ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে এ পর্যন্ত ১৫ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার বিপরীতে ২৭১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে ১২৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরাও চিকিৎসাধীন আছে। মারা গেছে ৪০ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বান্দরবান, সাতকানিয়া, লোহাগাড়া ও রোহিঙ্গা সহ মোট ১৭৪৫২ জনের টেস্ট করা হয়েছে। কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে পার্শবতি বান্দরবান জেলা, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও রোহিঙ্গা সহ মোট করোনা টেস্ট করা হয়েছে ২০ হাজার ৩০ জনের (৫ জুলাই পর্যন্ত) এর মধ্যে কক্সবাজার জেলার ১৫ হাজার ৭২৫ জন তার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৭১৩ জন। উপজেলা হিসেবে কক্সবাজার সদরে ১২৯৩ জন, রামুতে ২৩৭ জন, উখিয়া ৩০২ জন, চকরিয়া ৩৩৪ জন, টেকনাফ ২৪০, পেকুয়া ১০৩ জন, কুতুবদিয়া ৬৩ জন, মহেশখালী ১৩৬ জন, উখিয়ায় রোহিঙ্গা ৪৭ জন টেকনাফে ৫ জন। এ পর্যন্ত কক্সবাজারে সম্পুর্ণ সুস্থ হয়েছে ১২৮৬ জন। আর হোম আইসোলেশনে আছে ১২৪৩ জন। এছাড়া সদর হাসপাতাল সহ রামু, উখিয়া এবং বিভিন্ন আইসোলেশন সেন্টানে আছে ১৮৭ জন। এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে (৫ জুলাই পর্যন্ত মারা গেছে ৪০ জন)। রোহিঙ্গা মারা গেছে ৫ জন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলী আহসান বলেন, শুরুর দিকে কক্সবাজারে করোনা সংক্রামন কম থাকলেও হঠাৎ করে করোনা আক্রান্তের হার খুব বেশি বেড়ে গেছে। মূলত পারিবারিক সংক্রামন বেশি হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, শুরুর দিকে আমরা সাধারণ মানুষকে বুঝাতে চেস্টা করলেও অনেকে করোনা রোগ যে মারাত্বক ছোঁয়াচে রোগ সেটা বুঝতে পারেনি। তাই অনেক সময় একই পরিবারে সর্বোচ্চ ২০ জন করোনা পজিটিভ হয়েছে। আবার বেশির ভাগ সংক্রামন হয়েছে করোনা রোগীর সংস্পর্শে এসে। সিভিল সার্জন ডা: মাহাবুবুর রহমান বলেন, বিশ্ব পরিস্থিতি অনুযায়ী এখনও আমার মতে হতাশ হওয়ার কিছু নেই, কারন অনেক দেশে করোনা পরিস্থিতি আরও খারাপ। তাই আমি আশাবাদি লোক সে জন্য বলবো এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। আর আগে চিকিৎসার দিক থেকে অনেক খারাপ অবস্থা থাকলেও বর্তমানে আইসিইউ সহ অনেক সুবিধা কক্সবাজারে আছে। তাই অনেকে বাইরের জেলা থেকেও এখানে চিকিৎসা নিতে আসতে আগ্রহী।
×