ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে করোনায় মোট আক্রান্ত ৫২৮ জন, মৃত্যু ২২

প্রকাশিত: ১৪:৪৯, ৬ জুলাই ২০২০

পটুয়াখালীতে করোনায় মোট আক্রান্ত ৫২৮ জন, মৃত্যু ২২

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে নতুন করে ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথম সংক্রমনের পরে জেলায় গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংক্রমন। এ সংক্রমন সবচেয়ে বেশি এগিয়ে পটুয়াখালী সদর উপজেলা ও জেলা সদর। এছাড়া আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। রবিবার রাতে সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যে উঠে আসে জেলার সংক্রমনের এ ভয়াবহতা। জানাযায়, করোনাভাইরাসে নতুন করে ৫১ জনের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, গলাচিপা ১০ জন, মির্জাগঞ্জ ০৬ জন, কলাপাড়া ৫ জন, বাউফল ৪ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮ জনে। যার মধ্যে হাসপাতাল আইসোলেশনে ২৫ জন ও হোম আইসোলেশনে ৩৫৩ জন রয়েছে। এছাড়া সুস্থ হয়ে গতকাল ২০ জনসহ মোট ১২৮ জন বাড়ি ফিরেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, বিভিন্ন সময় বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ০৪, দুমকি ০৩, বাউফল ০৮, কলাপাড়া ০২, গলাচিপা ০২, রাঙ্গাবালি ০১, দশমিনা ০১ এবং মির্জাগঞ্জ-০১ জন। এছাড়া উপসর্গ নিয়ে সদর ৯ জন, বাউফল-০৮ জন, গলাচিপা-০৮ জন, দুমকি-০৪ জন ও কলাপাড়া-০১ জনের মৃত্যু হয়েছে।
×