ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে সৃজনশীল বই কেনা কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০০:৩৪, ৬ জুলাই ২০২০

প্রাথমিকে সৃজনশীল বই কেনা কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ স্থগিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার ‘বিতর্কিত’ বই কেনার কার্যক্রম। সৃজনশীল প্রকাশক ও লেখকদের আপত্তির মুখে বই কেনার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। বইয়ের বাজারমূল্য নির্ধারণ করে প্রতিবেদন দিতে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে আহ্বায়ক, যুগ্ম সচিব (উন্নয়ন) রুহুল আমিন ও উপসচিব (শৃঙ্খলা) আক্তারুন্নাহার সদস্য করা হয়েছে। রবিবার থেকেই কাজ শুরু করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
×