ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জমি নিয়ে বিরোধ

হোসেনপুরে অস্ত্রের আঘাতে শিশু নিহত

প্রকাশিত: ২২:২৮, ৬ জুলাই ২০২০

হোসেনপুরে অস্ত্রের আঘাতে শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ জুলাই ॥ জেলার হোসেনপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নূরে আনিতা আজাদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নাইমা সুলতানা বিতি (১০) নামে অপর শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকালে উপজেলার সাহেদল গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিতা উপজেলার বীরপাইকশা গ্রামের মোঃ আলমগীরের মেয়ে ও গুরুতর আহত বিতি ওই এলাকার উসমান মিয়ার মেয়ে। জানা যায়, সকালে জমির বিরোধ নিয়ে গলাচিপা বাজারে সালিশ-দরবার হওয়ার কথা ছিল। এজন্য সকালে শাপলা আক্তার তার মেয়ে আনিতাকে নিয়ে বাবার বাড়ি গলাচিপা গ্রামে যায়। তারা বাড়িতে গিয়ে দেখে সিরাজুল, মুর্শেদ ও গোলাপরা ঝগড়া করছে। এ সময় পেছন দিক থেকে সিরাজুল ও মুর্শেদরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
×