ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বন্যায় ভেসে গেছে সাড়ে ৫ কোটি টাকার মাছ

প্রকাশিত: ২২:২৭, ৬ জুলাই ২০২০

নেত্রকোনায় বন্যায় ভেসে গেছে সাড়ে ৫ কোটি টাকার মাছ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় জেলার প্রায় আড়াই হাজার পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। এতে পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক মৎস্য চাষি। জেলা মৎস্য বিভাগের হিসাব অনুয়ায়ী- আকস্মিক এ বন্যায় মৎস্য সম্পদের প্রায় ৫ কোটি ৫৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ১০ উপজেলার মধ্যে আট উপজেলায় মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়া উপজেলায়। কলমাকান্দার আটটি ইউনিয়নের এক হাজার ৬শ’ ৪টি, বারহাট্টার ২শ’ ৮০টি এবং আটপাড়ায় ৩শ’টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। এছাড়া নেত্রকোনা সদর, পূর্বধলা, দুর্গাপুর, খালিয়াজুরি এবং মোহনগঞ্জের আরও ১শ’ ২৪টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়া পুকুরগুলোর মোট আয়তন তিনশ’ ২৭ দশমিক ১ হেক্টর। কলমাকান্দা উপজেলার বড়খাপন এলাকার মৎস্যচাষি শফিকুল ইসলাম জানান, আমি তিনটি পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করি। বন্যার আশঙ্কায় পুকুরের পাড়ে জাল দিয়ে বেড়া (ঘের) দিয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। ঢলের তোড়ে জালের বেড়া তো টেকেইনি, পাড়ও ধসে গেছে। মাত্র দু’রাতে চোখের সামনে দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মাছ ভেসে গেছে। রংছাতির মৎস্যচাষি আইনুল হক জানান, তারও দুটি পুকুরের প্রায় দেড় লাখ টাকার মাছ এবং পোনা ভেসে গেছে।
×