ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্র্যাকটিসে সেরেনার সঙ্গী আড়াই বছরের মেয়ে

প্রকাশিত: ২২:১৩, ৬ জুলাই ২০২০

প্র্যাকটিসে সেরেনার সঙ্গী আড়াই বছরের মেয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কালবেলা। খেলা বন্ধ। বহুদিন কোর্টে নামা নেই। কিন্তু তাই বলে কি প্র্যাকটিস বন্ধ থাকবে? একেবারেই না। টেনিস কোর্টে নেমে রীতিমতো গা ঘামাচ্ছেন ৩৮ বছরে পা রাখা আমেরিকার টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। অনুশীরনে সঙ্গী তার আড়াই বছরের মেয়ে। টেনিস তারকা মায়ের সঙ্গে একই রঙের পোশাক পরে রীতিমতো শট হাঁকাচ্ছে পুচকি মেয়ে এ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়ার। লকডাউনের সময় কেমন সময় কাটছে তা জানিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেরেনা। শেয়ার করেন মেয়ের ছবিও। গতকাল তেমনই কিছু আদুরে ছবি শেয়ার করেছেন সেরেনা। বেগুনি রঙের ম্যাচিং বডিশ্যুট পরে সেরেনা ও ওহানিয়ান দারুণ প্র্যাকটিস করছেন। ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়। মায়ের মতোই একেবারে র‌্যাকেট হাতে সার্ভিস করার পোজ দিচ্ছে ছোট্ট মেয়ে। আবার গা গরম করার ভঙ্গভঙ্গিতেও দেখা যাচ্ছে। এমন দৃশ্য দেখে অবাক নেটজগতের বাসিন্দারা। ছবি একেবারে নজরকাড়া মুহূর্তে। আবার একটা ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে হেঁটে এসে মাকে ‘হাই ফাইভ’ দিচ্ছে মেয়ে। যেন ডাবলসের কোন ম্যাচ খেলছিলেন তারা জুটি হয়ে। ছবিগুলো শেয়ার করে সেরেনা কোন ক্যাপশন করেননি। বরং ফ্যানদের কাছেই জানতে চেয়েছেন কি ক্যাপশন করা যায় সেগুলো। মা হওয়ার পর ১৪ দিনের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন সেরেনা উইলিয়ামস। মেয়ের নাম নির্বাচনের ক্ষেত্রেও কাজ করেছে তার পেশার প্রতি অন্তরের ভালবাসা। প্রেগনেন্সির কারণে দীর্ঘ এক বছর টেনিস কোর্ট থেকে দূরে থাকার পর পুরোপুরি সার্কিটে ফিরেছেন সেরেনা উইলিয়ামস। ২০১৭ সালের পয়লা সেপ্টেম্বর মা হন সেরেনা। আমেরিকার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের সেন্ট মেরিজ মেডিক্যাল সেন্টারে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বরাবরই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে ভালবাসেন সেরেনা। সন্তানসম্ভবা হওয়ার পর তিনি নিজের বেশ কয়েকটি সাহসী ছবিও ট্যুইটারে পোস্ট করেছিলেন। এবার সন্তানসহ তার এই ছবি মানুষের মন কেড়ে নিতে যথেষ্ট। সেই বছর অস্ট্রেলীয় ওপেন জয়ের পর থেকেই কোর্টের বাইরে সেরেনা। সদ্য মা হওয়ার স্বাদ এখন চেটেপুটে উপভোগ করছেন এই কিংবদন্তি টেনিস তারকা। ছোট্ট এ্যালেক্সিসের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে চাইছেন সেরেনা ও তার বর এ্যালেক্সিস ওহানিয়ান। যদিও তার মা চান সেরেনা যাতে আরও একটি গ্র্যান্ডস্লাম জেতেন। অস্ট্রেলিয়ান ওপেনেই শেষ কোর্টে দেখা গিয়েছিল সেরেনাকে। সেখানে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ফাইনালে জয় পেয়েছিলেন তিনি। আগস্টে ইউএস ওপেন হলে অবশ্যই তাকে কোর্টে দেখা যাবে বলেই আশা করা হচ্ছে।
×