ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সম্মানিত বোধ করছেন সাকিব

প্রকাশিত: ২২:০৭, ৬ জুলাই ২০২০

সম্মানিত বোধ করছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাময়িকী উইজডেন তাদের ক্রিকেট মান্থলিতে শতাব্দীর সেরা ক্রিকেটারদের বেছে নিয়েছে। দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টেও ষষ্ঠ স্থান অর্জন করেন সাকিব। এমন সম্মান পেয়ে সম্মানিত বোধ করছেন সাকিব। সতীর্থ ক্রিকেটারদের অভিনন্দনও পাচ্ছেন তিনি। এমন অর্জনের পর নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব। তিনি লিখেছেন, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ সাকিবকে অভিনন্দন জানিয়ে ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ওয়ানডে ক্রিকেটের একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা প্লেয়ার (এমভিপি) হিসেবে ঘোষণা করেছে। দারুণ সম্মানিতবোধ করছি আপনার সঙ্গে মাঠ ভাগাভাগি করার সুযোগ পেয়ে। অভিনন্দন বাংলাদেশের বিস্ময় বালক।’ আরও লিখেন, ‘আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনার সঙ্গে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না।’ জাতীয় দলের পেসার রুবেল হোসেনও অভিনন্দন জানান সাকিবকে। তিনি ফেসবুকে লিখেন, ‘শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকবর আলী শুভেচ্ছা জানান, ‘ভাই ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সাকিব ভাইকে এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন। পুরো বাংলাদেশ আপনার ফেরার অপেক্ষায় আছে।’ সাকিব এখনও নিষিদ্ধ ক্রিকেটার। তিনি ম্যাচ গড়াপেটার প্রস্তাব তিনবার পেয়েও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে কিছুই জানাননি। তাতে করে অপরাধ করেন সাকিব। গত বছর ২৯ অক্টোবর থেকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার শাস্তি পান। এ বছর ২৯ অক্টোবর তার শাস্তি শেষ হবে। এরপরই আবার ক্রিকেট মাঠে দেখা যাবে সাকিবকে। তবে নিষিদ্ধ থাকলেও যে কৃতিত্ব গড়েছেন তাতে সাকিবকে সেরার তালিকায় না রেখে কোন উপায় নেই। তাই তো উইজডেনের মতো বিখ্যাত ম্যাগাজিনের তালিকাতে সাকিব আছেন। শুধু আছেন এমনটি নয়, খুব ভালভাবেই আছেন। ওয়ানডেতে যেমন দ্বিতীয় সেরা হয়েছেন। টেস্টে আছেন ষষ্ঠ স্থানে। টেস্ট, ওয়ানডে ও টি২০তে শতাব্দীর সেরা ১০ ক্রিকেটার করে বেছে নিয়েছে ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেন। তারা ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণা করেছে। এরপর তিন ফরমেটে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর তালিকা প্রকাশ করেছে। উইজডেন মান্থলিতে সেই তালিকা দেয়াও হয়েছে। ক্রিকেটার ম্যাচে কতটা অবদান রেখেছেন, ম্যাচ জয়ে কি অবদান এবং পুরো দলে তার কি ভূমিকা থেকেছে তা বিবেচনা করা হয়েছে। তাতে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। তাতে সম্মানিত বোধ যেমন করছেন সাকিব। সতীর্থদের অভিনন্দনের জোয়ারেও ভাসছেন।
×