ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৬, ৬ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ফেনীতে ৩ জন, সাতক্ষীরায় ৩ জন, বাগেরহাটে ২ জন, সিলেটে একজন, বগুড়ায় দুইজন, সাভারে একজন, গোপালগঞ্জে একজন, ঝালকাঠিতে একজন, মাগুরায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং কেরানীগঞ্জে একজন। বিভিন্ন জেলায় মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে বৃদ্ধ, বৃদ্ধা, নারী, গৃহবধূ, ব্যবসায়ী এবং শিক্ষক রয়েছেন। করোনার কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৮৩ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফেনী ॥ গত ২৪ ঘণ্টায় ফেনী সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফেনী স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার ফেনীতে নতুন করে ১০ রোগীর করোনা পজিটিভ এসেছে। নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে এসব রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে ফেনীতে ৯০২ করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন। সাতক্ষীরা ॥ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার খাঞ্জিয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোলের মৃত জয়নাল আবেদিনের ছেলে রাহাতুল্লাহ (৯৫) ও কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)। বাগেরহাট ॥ ফকিরহাট ও চিতলমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। রবিবার সকালে হাসপাতালে নেয়ার পথে চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের আমিনুর খান (৫০) নামে এক ব্যবসায়ী মারা যান। এদিকে ফকিরহাটের কামটা গ্রামে করোনা উপসর্গ নিয়ে জাহানারা বেগম (৫৫) নামের এক নারী শনিবার রাতে মারা গেছেন। রবিবার ফকিরহাট ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল তার দাফন সম্পন্ন করে। তিনি ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। সিলেট ॥ গোলাপগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শাহাব উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে তিনি হাসপাতালে মারা যান। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা। জানা যায়, শারীরিক নানা সমস্যা নিয়ে ২৭জুন তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে গত ২৯ জুন করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন রবিবার ভোরে তিনি মারা যান। বগুড়া ॥ বগুড়ায় রবিবার সকালে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের নাম সিদ্দিক হোসাইন (৭৭), খোরশেদ আলী (৬২) ও নাহার (৫০)। সাভার ॥ ঢাকার সাভারে করোনা উপসর্গ নিয়ে জি রোজারিও (৪৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি উপজেলার ধরেন্ডা ধর্মপল্লীর রাজাসনের সুশীল রোজারিওর ছেলে এবং স্থানীয় সেন্ট জোসেফ হাই স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। গোপালগঞ্জ ॥ টুঙ্গিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ওসমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩। এদিকে রবিবার সকালে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯। ঝালকাঠি ॥ জেলায় রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৪২ জন আক্রান্ত হয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১১৭ জন সুস্থ হয়েছেন এবং ১০ জন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ আক্রান্ত ব্যক্তি হলেন ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব (৭২)। মাগুরা ॥ মাগুরায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পৌর এলাকার ভাযনা গ্রামের বাসিন্দা শফিউদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ রবিবার ভোরে নিজ বাড়িতে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে সন্ধ্যা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের মৃত শচীন্দ্র সরকারের স্ত্রী। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১৭৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও একই আদালতের বেঞ্চ সহকারী শরিফের করোনা পজিটিভ এসেছে। কেরানীগঞ্জ ॥ ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১১৬ এবং মৃত্যুবরণ করেছে ২৬ জন। রবিবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩২৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ জেলায় করোনাভাইরাসে মোট ১১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছে ২শ’ ২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯শ’ ৩৯ জন। রবিবার জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। রাজশাহী ॥ রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬২ জনের নমুনায় করোনা পাওয়া গেছে। এছাড়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪৪ এবং মারা গেছেন ২ করোনাভাইরাস আক্রান্ত রোগী। রবিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। রবিবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডাঃ গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, একই পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল হকসহ নতুন করে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টার নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছে বলে রবিবার সিভিল সার্জন সূত্রে জানা গেছে। এ নিয়ে গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা হলো ৪০৪ এবং এ পর্যন্ত মৃত ৯ জন। এদিকে জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৮৩ জন। বরিশাল ॥ বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহিন বিন কাসেম (২৯) ও পল্লী বিদ্যুত সমিতির বাউফল জোনাল অফিসের লাইনম্যান জসিম উদ্দিন (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাউফলে মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ জন। ঠাকুরগাঁও ॥ জেলায় নতুন করে একদিনে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বিজিবি ও পুলিশ সদস্য, রয়েছে সদর হাসপাতালের কর্মকর্তা। শনিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ থেকে যে রিপোর্ট এসেছে, তাতে দেখা যায়, সদর উপজেলায় ৯ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন, রাণীশংকৈলে ২ জন ও হরিপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পটুয়াখালী ॥ কলাপাড়া পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কে একই পরিবারের পাঁচ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কলাপাড়া হাসপাতালের এক ব্রাদার, কলাপাড়া থানার এক এসআই করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন করোনা শনাক্ত হয়েছে। একইদিনে ইতোপূর্বে করোনা আক্রান্ত নাইয়াপট্টির দু’জনের রিপোর্ট দ্বিতীয়বারের মতো নেগেটিভ এসেছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন। হবিগঞ্জ ॥ জেলায় নতুন করে ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ সদরে ১৭, মাধবপুরে ৯, নবীগঞ্জে ৭, চুনারুঘাটে ৬, বানিয়াচংয়ে ৫ ও বাহুবলে ১ জন। লালমনিরহাট ॥ করোনাভাইরাসের সংক্রমণের হারের দিন থেকে দেশের সবচেয়ে কম সংক্রমিত জেলা ছিল লালমনিরহাট। জনসচেতনতার অভাবে দিন দিন ক্রমেই করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। গত ৪ দিনে আক্রান্ত হয়েছে ৪৪ জন। ৩ মাসে আক্রান্ত হয় ১১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫৬ জন নাটোর ॥ নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী দৈনিক কালেরকণ্ঠের উপজেলা প্রতিনিধি এমএম আলী আক্কাসসহ ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তাদের করোনা পরীক্ষার ফলে পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩জনে।
×