ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় বহির্বিভাগে সেবা বন্ধ

প্রকাশিত: ২১:৫৫, ৬ জুলাই ২০২০

টুঙ্গিপাড়ায় চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় বহির্বিভাগে সেবা বন্ধ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ জুলাই ॥ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় স্বাস্থ্য-কমপ্লেক্সের সামনে ব্যানার টাঙ্গিয়ে প্রধানমন্ত্রীর কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য-কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গাজী তরিকুলসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। রবিবার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে স্বাস্থ্য-কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী দেখাও বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তবে করোনা ইউনিট ও জরুরী বিভাগসহ সব বিভাগ চালু রেখেছেন। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম জানিয়েছেন, চিকিৎসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য-কমপ্লেক্সের আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
×