ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষক হত্যা করে ধরলা নদীতে লাশ ভাসিয়ে দিল বিএসএফ

প্রকাশিত: ২১:৫৩, ৬ জুলাই ২০২০

কৃষক হত্যা করে ধরলা নদীতে লাশ ভাসিয়ে দিল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৫ জুলাই ॥ এবার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে বাংলাদেশী কৃষক তরিকুল ইসলামকে (২৮) ধরলা নদীতে লাশ ভাসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় চ্যাংরাবান্ধা ১৮০ বিএসএফ ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে। রবিবার বিকেল ৪টায় বুড়িমারী ৬১ বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশের যৌথটিম জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর সীমান্তের ধরলা নদীর মাইয়া মরার ঘাট থেকে হতভাগ্য যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত গ্রামে শোকের ছায়া নেমে আসে। এ খবরে সীমান্ত গ্রামটিতে উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্ত গ্রামের অধিবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ি সীমান্ত গ্রামের মৃত আজিজুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম (২৮) হারিয়ে যাওয়া একটি গরু আনতে গত ৩০ জুন সন্ধ্যায় সীমান্তের নোম্যান্স ল্যান্ডে যায়। এই সীমান্তে কোন কাঁটাতারের বেড়া নেই। সেখানে হারিয়ে যাওয়া গরু খোঁজাখুঁজির সময় ভুলবশত ভারতীয় সীমান্ত গ্রামে ঢুকে পড়ে। ভারতীয় গ্রামবাসীর সহায়তায় সে ফিরে আসছিল। এমন সময় ভারতীয় ১৮০ চ্যাংরাবান্ধা বিএসএফের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বাংলাদেশী যুবক তরিকুল ইসলামকে বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানে তার ওপর চলে রাতভর নির্মম নির্যাতন। এক পর্যায়ে যুবকের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে গলায় রশি বাঁধা অবস্থায় তরিকুলকে ধরলা নদীতে ভাসিয়ে দেয়। ঘটনাটি ভারতীয় গ্রামবাসীরা আটক যুবক তরিকুলের স্বজনদের মোবাইল ফোনে জানায়। স্বজনরা তাকে উদ্ধারে স্থানীয় বিজিবি ক্যাম্পের সহায়তা চায়। কিন্তু বিএসএফ বিজিবির কাছে বাংলাদেশী যুবক তরিকুল ইসলামকে আটক ও নির্যাতনের কথা অস্বীকার করে আসছিল। এদিকে রবিবার বেলা ১১টায় একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৮৪২ এস ৬এর কাছে নোম্যান্স ল্যান্ডে ধরলা নদীর মাইয়া মরার ঘাটে একটি লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা বিষয়টি বুড়িমারী ৬১ বিজিবি ক্যাম্পে জানায়। বিজিবির সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ধরলা নদীতে পানির তীব্রস্রোত থাকায় তাৎক্ষণিক লাশ উদ্ধার করতে পারেনি। পরে বিকেল ৪টায় পাটগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। বিজিবি, পুলিশ ও সীমান্ত গ্রামের অধিবাসীদের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসীরা শনাক্ত করে লাশটি নিখোঁজ কৃষক তরিকুল ইসলামের।
×