ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই সময়ে বাচ্চারা গৃহবন্দী

প্রকাশিত: ২১:৪৯, ৬ জুলাই ২০২০

এই সময়ে বাচ্চারা গৃহবন্দী

* বহুদিন তারা স্কুলে যেতে পারছে না। বাইরে বের হতে পারছে না। ভিতরে ভিতরে তারা ক্ষিপ্ত অবস্থায় আছে। * তাদের প্রতি সংবেদনশীল হোন। অকারণে বকাবকি পরিহার করুন। * তাদের একটা রুটিনের আওতায় নিয়ে আসুন। * সেই রুটিনে ঘুম খাওয়া পড়াশোনা অন্তর্ভুক্ত করুন। * প্রতিদিন বারান্দায় ৩০ মিনিট অন্তত ব্যায়াম করান ওদের দিয়ে। * নতুন কোন গল্পের বই পড়া ধরিয়ে দিন ওদের। * গান ও ছবি আঁকতে দিন। * মাঝে মাঝে ঘটা করে ওদের হাত ধোয়ার অভ্যাসে নিয়োজিত করুন। * early to bed, early to rise অভ্যাস করান। * ওদের হতাশ না করে ওদের আশার আলোয় জাগিয়ে রাখুন। বলুন এ অবস্থা কেটে যাবে, অচিরেই কেটে যাবে। * মৃত্যুর খবর, রোগের খবর তাদের নাই শোনালেন। * আনন্দে রাখুন ওদের। অন্তত রাখতে চেষ্টা করুন। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×