ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ব্রিটিশ অভিনেতা আর্ল ক্যামেরন

প্রকাশিত: ২১:৪১, ৫ জুলাই ২০২০

চলে গেলেন ব্রিটিশ অভিনেতা আর্ল ক্যামেরন

অনলাইন ডেস্ক ॥ ব্রিটিশ অভিনেতা আর্ল ক্যামেরন মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০২ বছর। কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই যুক্তরাজ্যের সিনেমা ও টেলিভিশন জগতে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন। আর্ল ক্যামেরনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী কেনিলওর্থ। শুক্রবার ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় এই অভিনেতার। বারমুডায় জন্ম নেয়া ক্যামেরন ব্রিটেনে যান ১৯৩৯ সালে। এরপর লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চনাটকে কাজ শুরু করেন। পর্দায় ক্যামেরনের অভিষেক হয় ১৯৫১ সালের সিনেমা ‘পুল অব লন্ডন’-এ। সেই সময়ে কোনো কৃষ্ণাঙ্গ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন না। তাই আর্ল ক্যামেরনের সিনেমাটি আলোচিত হয়েছিল। আর্ল ক্যামেরন ব্রিটেনে খুব জনপ্রিয় ছিলেন তিনি। তবে অন্য দেশে খুব একটা পরিচিতি ছিল না তার। জেমস বন্ডের ১৯৬৫ সালের একটি সিনেমায় ছোট একটি চরিত্রে তাকে দেখা গেছে। সিনেমার পাশাপাশি এক সময়ে টেলিভিশনেও নিয়মিত অভিনয় করতেন তিনি। ব্রিটেনের জনপ্রিয় টিভি সিরিজ ‘ড. হু’তে দীর্ঘদিন অভিনয় করেছেন আর্ল ক্যামেরন।
×