ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ভৈরব নদে ভাটিতে জেগে উঠছে ওয়াসার পাইপ

প্রকাশিত: ২০:৪৩, ৫ জুলাই ২০২০

বাগেরহাটে ভৈরব নদে ভাটিতে জেগে উঠছে ওয়াসার পাইপ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদে ভাটি হলেই জেগে উঠছে ওয়াশার পাইপ। ফকিরহাট-মুলঘর সংযোগ সেতুর নীচে ভাটিতে ওয়াসার পাইপ জেগে ওঠায় নৌ-চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। মোল্লাহাটের মধুমতী নদী থেকে খুলনা শহরে পানি সরবরাহের জন্য এ পাইপ স্থাপন করা হয়। নিয়ম লঙ্ঘন করে পাইপ স্থাপন করায় এখন দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফকিরহাট বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মৃতপ্রায় ভৈরব নদী সম্প্রতি খনন করা হয়। ফলে চলাচল করার মত কিছুটা নাব্যতা ফিরে আসে। এ অবস্থায় খুলনা শহরে মিষ্টি পানি সরবরাহের জন্য মোল্লাহাটের মধুমতি নদী থেকে বিশ্ব রোড(খুলনা-মোংলা-ঢাকা) হয়ে পাইপ স্থাপন করা হয়। ফকিরহাটে বিশ্বরোড সংলগ্ন ব্রিজের নিচে নদীর ভেতর থেকে সামান্য গভীরতার নিয়ম লঙ্ঘন করে পাইপ বসানো হয়। তখন স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে এই কাজে বাঁধা দিয়েছিল। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ কারো কথা তোয়াক্কা না করে তারা এই পাইপটি গভীর না করে দায়সারাভাবে বসিয়ে চলে যায়। এখন সেখানে পলি জমে নাব্যতা হ্রাস পেয়েছে। ভাটার সময় ওই পাইপ দৃশ্যমান হয়ে পড়ছে। ভাটার সময় এই নদী দিয়ে এখন কোন নৌকা বা ট্রলার চলাচল করতে পারছেনা। অসর্তক যে কোন মূহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে নদী খননে সংশ্লিষ্ট এক ঠিকাদার দাবী জানান, ওয়াসা কর্তৃপক্ষকে তারা চিঠির মাধ্যমে অপরিকল্পিত পাইপ স্থাপনের বিষয়টি অবহিত করে দ্রুত সংশোধনের উল্লেখ করেছেন। তবে এখনো তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।. .
×